Header Ads

কবিতা - আগুন রাঙা বৈশাখ , কবি - বিশ্বনাথ সাহা

 



আগুন রাঙা বৈশাখ 

বিশ্বনাথ সাহা


বছরের প্রথম দিনে তোমার আবির্ভাব

নতুন খুশিতে মাতলো ভুবন

চারিদিকে সবুজের সমারোহ বসন্তের দান

জীর্ণ যা সব হয়ে গেছে সাফ বিদায় নিল পুরাতন

সহস্র কন্ণ্ঠে ধ্বনিত হলো

''এস হে বৈশাখ", হে চির নূতন!

ষষ্ঠ ঋতুর প্রথম ঋতু তুমি সবার সিংহ দুয়ার

তুমি এলে বাকীরা সুযোগ পায় বছরে আসার।


হে পুণ্য বৈশাখ ,

প্রথম ঊষালগ্নে তোমার অভ্যুদয়ে অনন্ত তেজদীপ্ত 

সূর্যসাথী ! প্রহর বাড়ে প্রখর তাপ প্রখরতর হয় দহনজ্বালা তীব্রতর হয়ে দগ্ধ করে লতা গুল্ম 

ফুলের বাগান বৃক্ষরাজি সব ।

তোমার ভয়াল মূর্তি প্রকৃতির সর্বত্র আগুন ঝরায়

রৌদ্রতাপে কাননে পুষ্প কুঁড়ি অকালে ঝরে যায়।

পরন্ত বিকেলেও নির্মম তাপপ্রবাহ সবেগে ধায়।


কাঠফাটা রোদে ফেটে চৌচির নালা মাঠ 

শুষ্ক ক্ষুদ্র জলাশয় বড়ো পুকুরের তলায় জল

শুষ্ক ছোট, মাঝারি দ্রুত শুকায়।

পথে ঘাটে মাঠে তপ্ত বায়ুস্রোত বয়ে যায়

নির্জন দুপুর হাট বাজার গ্ৰাম জনপদ জনশূন্য তাই।

বাস স্টপে কেহ নাই, ফাঁকা সীট দু'একটি বাস

দ্রুত ছুটে চলে যায়

টোটো অটো রিক্সা চলে না রাস্তায়

শ্রান্ত ক্লান্ত পথিক চালকেরা বিশ্রাম খোঁজে

নিজ নিজ আস্তানায়।




পরিচিতি: 

কবি ও অধ্যাপক বিশ্বনাথ সাহার লেখালেখি শুরু স্কুল পত্রিকা থেকে। বর্তমানে তিনি বিভিন্ন পত্রপত্রিকায় ও জার্ণালে ধারাবাহিকভাবে লিখে চলেছেন। তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজ কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান। 

India International Friendship Society (IIFS) জাতীয় শিক্ষক হিসাবে তাঁকে ভারত জ্যোতি সম্মান (২০১৪) এ ভূষিত করেন।

No comments

Powered by Blogger.