কবিতা - বন্দী পাখির আবেদন, কবি - আজমিরা খাতুন

 


বন্দী পাখির আবেদন 

আজমিরা খাতুন 


পিঞ্জরে মোর রাখলে ধরে,

স্বাধীন জীবন নিলে কেড়ে।

কি লাভ হলো তোমার তাতে?

একটু বলোনা আমায়।

কেনো এই বদ্ধ খাঁচায় বন্দী করে,

আমায় করলে অসহায়।

ঘোর রজনী আনে যেথা,

চাঁদ তারকার প্রভা।

যেথা আঁধার টুটে ঊষার আলো,

আনে ধরণীর শোভা।

যেথা মেঘের ভেলায় পবন দলায়,

ঝরে - বৃষ্টি ঝিরি ঝিরি।

আমি সেই সীমাহীন নীল গগণে,

সুখের পাখায় উড়ি।

আমি দিক দিগন্ত ঘুরে বেড়াই,

নেই বাঁধা কোনো সীমানা।

আমি বনে বনে ফল খেতে যাই,

কোথাও নেই দ্বিধা মানা।

আমি এক গাছেতে আর এক গাছে,

আপন বাসা বুনি।

আমি ভোরের শান্ত বাতাস মেখে,

তুলি মাতৃ ভাষার ধনী।

হিংসুক তুমি ওহে মানুষ,

আমায় করলে পরাধীন।

তুমিতো রূপ মেলাতে মানুষ রুপি,

তবে কেন ? মনুষ্যত্বহীন।

কখনও কারো করছো বন্দী,

আবার খাচ্ছো কারো মেরে।

তোমার ভাবনাতে নেই! তাদের বাচ্চাগুলো,

ক্ষুধায় যাবে মোরে।

দাও-খুলে দাও মোর খাঁচার বন্ধন,

বন্দী পাখির এই আবেদন।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url