Header Ads

একগুচ্ছ কবিতা, কবি - নাসরীন খান (বাংলাদেশ)

 


আমার প্রিয় ভূমি 

নাসরীন খান 


আমার প্রিয় ভূমি 

এই বাংলা তুমি 

তোমার কাছে ঋনি

তুমি সুখের খনি

যে যাই বলুক পাছে

তুমি  ছাড়া কি আছে! 

চিত্ত সদাই মশগুল 

তুমি শান্তির কোল

তোমায় বাসি ভালো 

সুখের সুধা ঢালো

সবুজ বনানী ভোরের 

হাতছানি দেয় দূরের 

আমার প্রাণ  জুড়ে

যতই থাকি না দূরে 

তুমি আছো মিশে 

দুঃখ আর কিসে?



আসানসোলের নজরুল 

নাসরীন খান 


বাংলার মাটি ও মানুষের কবি 

কবিতায়, গানে উঠেছিলো সবি

আসানসোল হতে বাংলাদেশ সবখানে 

 যেন একদেশ কাঁটাতার মাঝখানে 

জগতের মানবিক আবদার যত

কলমে উঠেছিল তাবত ক্ষত

ছেলের লাশও কবিতা থামাতে পারেনি 

 বুলবুল প্রাণ প্রিয় পুত্র বলেই তিনি হারেন নি

কষ্টের জীবন তার তবুও করেননি আপোষ 

ইংরেজ তার নামে ফণার মতন করত ফোঁসফোঁস 

আঘাত এসেছে যতবার রুখে দাঁড়িয়ে জানিয়েছে বোধ 

তেজস্বী কলমে বারবার টগবগিয়ে উঠেছে বারুদ 

কে তারে রুখে নজরুল তো নজরুল!

জেল জুলুমের বন্ধ করতে সকল সুরগোল

মানষিক পিড়ন, নির্যাতনে অসুস্থতায় হয়েছিলেন বাকরূদ্ধ 

তবুও যা দিয়েছেন সৃষ্টিতে তাতেই সবাই স্তব্ধ 

অমন আর একজন আসবে না কালের বিবর্তনে

নজরুল এর জয়গান সকলের প্রাণে মনে

নজরুল আপামর বাঙালির মনের কথা কইত

সারা ভারতবর্ষে আর এমনটা না হইত 

জাত ও জাতিতে নেই ভেদাভেদ এমন বাণী! 

ধারন,লালন তিনি করতেন সকলেই জানি 

মানবতার উর্ধ্বে তিনি এক উজ্জ্বল আলোকবর্তিকা

যতদিন বাংলা রবে নজরুল কবি আর কবিতার দিকনির্দেশিকা



সম্মান 

নাসরীন খান 


সমন জারি করে পেতে সম্মান 

বৃথা সেই মনোবাসনা 

ধূর্ততার চরমে ঘৃণা মেলে

অবয়ব খসে বেরিয়ে আসে 

আসল রূপ নিখাঁদ সত্যতায়

বড়ত্বে বড়াই বেশি টেনে ধরতে হয়

 সংযতেন্দ্রিয়ের লাগাম

আগমন যত সম্মানের হোক

প্রস্থানের ঘনঘটা যেন না হয় 

অসাম্মানের চাদরে আবৃত 

মনুষ্য বোধ জাগ্রত রাখতে 

সদা সতর্ক সে জন

জেদের বশে হীন অপরাধ

না হোক সদা আপন

সম্মান হবে চিরস্থায়ী কল্যাণের

ক্ষনিকের তাড়নায় অবহেলা 

কর্তব্যের মগজে ঢালে অসারতা 

সর্বোচ্চ নিগৃহীত তখন

শেষ যাত্রা অসম্মানজনক তখন

সম্মান ধরে রাখার হাতিয়ার 

সততা, নিষ্ঠা,কর্তব্য প্রিয়তা।।



আয়েসি মন

নাসরীন খান 


আয়েসে তৃষিত মনে ধারণ 

খুঁজে অশান্তির যত কারণ 

চাই! চাই শুধুই চাই 

তা থেকে নিস্তার নাই 

আজন্ম বিপ্লবী সেই চাওয়া 

পাওয়ার হিসেবে নাওয়া 

ভোগ বিলাসী অনুভবে

ব্যর্থ যেন জীবন ভবে

অহেতুক কু'চালে ভরপুর 

তার দিন, রাত,দুপুর 

হায় এই নশ্বর ধরায়

কেন ব্যাস্ত অশান্তি করায়

অল্পতেই তুষ্ট কেন নয়?

অনেকের তো কিছুই না রয়

তারাওতো আছে বেশ 

সংগে নিয়ে দুঃখ, ক্লেশ 

আলহামদুলিল্লাহ ভালো 

বলতে কেন মুখ কালো?




পরিচিতি:

কবি নাসরীন খান-এর পুরো নাম নাসরীন আকতার খানম। জন্মস্থান নেত্রকোনা। ঢাকায় স্থায়ী বসবাস। পিতা - হাবিবুর রহমান খান পাঠান ( রিটায়ার্ড প্রধান শিক্ষক, শিকদার হাট উচ্চ বিদ্যালয়)। ছোটবেলা থেকেই লেখালেখি করেন।অনুপ্রাস জাতীয় সংগঠন এর মাধ্যমে সাহিত্য চর্চা শুরু। ২১৯৯৫ থেকে ২০০৮ পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী ডক্টর মোহাম্মদ রাজু আহমেদ ( বি সি এস) উপ সচিব। তার দুই সন্তান। বড় সন্তান নাসিফ আহমেদ নাফি ইন্জিনিয়ারিং এ অধ্যয়নরত।মেয়ে নওশিন নাওয়াল আদৃতা এইচ এস সি পরিক্ষার্থী


বর্তমানে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা সহ দেশি বিদেশি অনেক পত্রিকায় গল্প ও কবিতা লিখছেন।

তাঁর রচিত বই-

শেকড়ের টানে ভালবাসার অনুভবে কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০১৫ সালে


নোঙ্গর কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ২০২১ সালে


গল্পগ্রন্থ রোদ্র ছায়ার খেলা ২০২২ এর বইমেলায় পাওয়া যাচ্ছে। 

ছায়াসঙ্গী( কাব্যগ্রণ্থ)

প্রকাশিত - ২০২৪ বইমেলা 


অনুরণন যৌথ কাব্যগ্রন্থটি তার সম্পাদনায় প্রকাশিত ২০২২ এর বইমেলায়।

২০২৩ এ তাঁর সম্পাদিত বই উত্তরের হাওয়া বইটি বইমেলায় প্রকাশিত হয়েছে। 


সমাজ সেবা ও সাহিত্য চর্চায় নিজেকে বর্তমানে নিযুক্ত রেখেছেন।

No comments

Powered by Blogger.